Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ারেনটাইনে মারা যাওয়া নারীর পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত


৮ মে ২০২০ ২২:৩৪

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে ৩২ বছর বয়সী এক স্কুল শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার (৮ মে) দুপুর পর্যন্ত মেহেরপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ জন এবং মৃত্যু একজনের।

শরীরে জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় বৃহস্পতিবার ওই স্কুল শিক্ষক পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দলের কাছে। তার বাড়িতেই কোয়ারেনটাইনে ছিলেন ঢাকাফেরত ফুপু। তিনি গত ২ মে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তবে নমুনা পরীক্ষা ছাড়াই স্বাভাবিকভাবে তার দাফন করা হয়েছিল।

বিজ্ঞাপন

স্কুল শিক্ষক করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, ‘তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন তা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই শিক্ষক ও আশেপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।’

আক্রান্ত শিক্ষকের ভাই উমর ফারুক বলেন, ‘হৃদরোগের চিকিৎসার জন্য এক মাস আগে ঢাকার যাত্রাবাড়ী ছিলেন আমার ফুপু। আমাদের বাড়িতে ২৮ এপ্রিল ফিরে এলে পরদিন তাকে কোয়ারেনটাইন করায় স্বাস্থ্য বিভাগের কর্মী ও পুলিশের লোকজন। ২ মে ভোরে বুকের ব্যথা বাড়লে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে ফুপুর মৃত্যু হয়। তাকে স্বাভাবিকভাবেই দাফন করা হয়েছিল।’

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ান আহম্মেদ বলেন, ‘আক্রান্ত ওই শিক্ষকের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া শেষ।’

করোনা আক্রান্ত মেহেরপুর স্কুল শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর