টিসিবির তেল কালোবাজারির অভিযোগে মোহাম্মদপুরে একজন গ্রেফতার
৮ মে ২০২০ ২২:৩৪ | আপডেট: ৮ মে ২০২০ ২২:৩৫
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির তেল কালোবাজারি করে বিক্রির অপরাধে মোহাম্মদপুর আইনুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৮ মে) বিকেলে র্যাব–২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তার রাজনৈতিক পরিচয় জানা নেই বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘মোহাম্মদপুরে টিসিবির তেল কালোবাজারি করে বিক্রি করায় আইনুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার রাজনৈতিক পরিচয় কী তা এখনো জানা যায়নি।’ বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
তবে র্যাব সূত্র জানা গেছে, ১২০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। সে ২৬ শ বোতল তেল টিসিবি থেকে উত্তোলন করেছিল।