কোভিড-১৯: রাশিয়ায় ষষ্ঠ দিনের মতো ১০ সহস্রাধিক আক্রান্ত
৮ মে ২০২০ ২১:৫৩
রাশিয়ায় নভেল করোনাভাইরাসে শুক্রবার (৮ মে) নতুন করে আরও ১০ সহস্রাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। খবর এএফপি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৯ জন। তবে বৃহস্পতিবারের (৭ মে) সংখ্যার চেয়ে এ সংখ্যা কম বলে সরকারি হিসাবে জানানো হয়েছে। রাশিয়ায় নভেল করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে এক লাখ ৮৭ হাজার ৮৫৯ এ পৌঁছালো।
এএফপি এক পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যার দিক থেকে ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়া বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। এক্ষেত্রে প্রথম স্থানে ব্রিটেন, দ্বিতীয় স্থানে ইতালি ও তৃতীয় স্থানে রয়েছে স্পেন।
বৃহস্পতিবার (৭ মে) সবচেয়ে বেশী মানুষ আক্রান্ত হয়েছেন মস্কোতে। তাই, মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন ৩১ মে পর্যন্ত রাজধানীতে লকডাউনের মেয়াদ বাড়নোর ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (৮ মে) রাশিয়ায় নতুন করে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭২৩ এ।