Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালদা পাড়ে মৃত ডলফিন, গবেষকরা বলছেন হত্যা


৮ মে ২০২০ ২০:৫৫ | আপডেট: ৯ মে ২০২০ ০২:০৪

চট্টগ্রাম ব্যুরো: দেশে কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীর পাড়ে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। ডলফিনটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন হালদা গবেষকরা।

এ নিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত আড়াই বছরে হালদা নদীতে ২৪টি মৃত ডলফিন পাওয়া গেছে। সবশেষ গত ২৩ মার্চ হালদায় একটি মৃত ডলফিন পাওয়া যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া সারাবাংলাকে জানান, শুক্রবার (৮ মে) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচরে হালদা পাড়ে মৃত ডলফিনটি পাওয়া যায়। ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন ৫২ কেজি।

মৃত ডলফিনটির শরীরে জখমেরর চিহ্ন আছে জানিয়ে মনজুরুল কিবরিয়া বলেন, ‘আগে যে ২৩টি মৃত ডলফিন পাওয়া গেছে, সেগুলোর শরীরে আঘাতের চিহ্ন আর এখন যেটি পাওয়া গেছে, তার সঙ্গে স্পষ্টত পার্থক্য আছে।

আজ শুক্রবার (৮ মে) উদ্ধার করা ডলফিনটির ওপরের চামড়া কেটে চর্বি সংগ্রহের প্রমাণ পেয়েছি। এজন্য আমার বলছি, এটা দুর্ঘটনায় মরেনি, হত্যা করা হয়েছে। ধারণা করছি, জালে আটকা পড়া ডলফিনটিকে পাড়ে তুলে হত্যা করে চর্বি সংগ্রহ করা হয়েছে।’

তিনি আরও জানান, ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা হয়েছে।

মৃত ডলফিনটিকে হালদা নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

টপ নিউজ ডলফিন মৃত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর