ঈদের আগে বন্ধ থাকছে মৌচাক, আনারকলি ও নিউমার্কেট
৮ মে ২০২০ ২০:১৯ | আপডেট: ৮ মে ২০২০ ২৩:২৭
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদ উপলক্ষে খুলছে না নিউমার্কেট, মৌচাক এবং আনারকলি মার্কেট। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা গতকাল মিটিং করেছি। আজও অনলাইনে মিটিং করেছি। অধিকাংশ দোকানদার দোকান না খোলার পক্ষে অবস্থান নিয়েছে। জীবিকার চেয়ে এ ক্ষেত্রে জীবকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই ঈদ উপলক্ষে নিউমার্কেট খুলছে না।’
এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা সম্ভব না হওয়ায় মৌচাক ও আনারকলি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।’
এদিকে, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষ্যে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খোলার কথা রয়েছে। তবে এরইমধ্যে বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্ক না খোলার ঘোষণা এসেছে। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ তাদের পাঁচটি আউটলেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বেশিরভাগ দোকান মালিকই মনে করছেন, এই মুহূর্তে দোকানপাট খুলে খুব একটা লাভ হবে না। গণপরিবহণ বন্ধ থাকায় যেমন পাওয়া যাবে না ক্রেতা, তেমনি বিক্রি ভাট্টার সময় সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হবে না। আবার বর্তমানে বেশিরভাগ শপিং মল বা শো-রুম শীতাতপ নিয়ন্ত্রিত। এসিতে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার ঝুঁকি থাকায় ওইসব মার্কেটও বন্ধ রাখতে উৎসাহিত করা হচ্ছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।