Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার


৮ মে ২০২০ ২০:৪৭

রাজবাড়ী: জেলার সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি বাবু মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৮ মে) দুপুরে বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের কোলা গ্রামের মৃত বিষু মন্ডলের ছেলে।

শিশুটির মা জানান, ১৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে আমি রান্না করার সময় আমার মেয়ে ঘুম থেকে ওঠে। এর কিছুক্ষণ পর আমি তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি ও ডাকাডাকি করতে করতে প্রতিবেশী বাবু মন্ডলের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি বাবু মন্ডলের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা। তখন আমি আমার মেয়ের চাচিদের ডাক দিয়ে নিয়ে সেখানে গেলে বাবু মন্ডল দরজা খুলে আমার মেয়েকে নিয়ে বের হয়ে এসে আমার পায়ে ধরে মাফ চায়। সেসময় আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিলো।’

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ২২ মার্চ আমি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করি এবং আসামি গ্রেফতারের জন্য র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহায়তা চেয়ে লিখিত আবেদন করি বলেও তিনি।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মর্কার বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকা থেকে আসামি বাবু মন্ডলকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

আসামি গ্রেফতার ধর্ষণচেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর