Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালিকার মৃত্যু


৮ মে ২০২০ ১৮:৫৭

ঠাকুরগাঁও: জেলায় সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালিকাসহ ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) রাতে দিনাজপুর- ঠাকুরগাঁও মহাসড়কে আটাশ মাইল নামক এলাকায় এই দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন- রংপুর আলম নগরের শহীদুজ্জামান সুমন (৩০) ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমর্দন এলাকার সুবর্ণা (২২)।

বিজ্ঞাপন

পুলিশ ও দমকল বাহিনী জানায়, রংপুর থেকে মোটরসাইকেলযোগে শ্যালিকাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে আসছিলেন সুমন। পথে সদর উপজেলার ২৮ মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুমন ও তার শ্যালিকা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেইসাম প্রধান বলেন, ‘দুর্ঘটনায় ১ জন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে আনার পথে মারা গেছেন।’

আরোহী নিহত দুলাভাই-শ্যালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর