গুগল ও ফেসবুকের কর্মীদের ডিসেম্বর পর্যন্ত বাসা থেকেই অফিস
৮ মে ২০২০ ১৫:৫৬ | আপডেট: ৮ মে ২০২০ ১৭:৪৮
নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে ঘোষিত ওয়ার্ক ফ্রম হোম নীতিতে আগামী ডিসেম্বর পর্যন্ত কর্মীরা চলতে পারবেন জানিয়েছে টেক জায়ান্ট গুগল ও ফেসবুক। ওই দুই সংস্থার প্রকাশিত বিবৃতির বরাতে শুক্রবার (৯ মে) এ খবর জানিয়েছে বিবিসি।
এদিকে, গুগল ও ফেসবুক যথাক্রমে জুনের ১ এবং জুলাইয়ের ৬ তারিখ তাদের অফিস খুললেও, কর্মীরা চাইলেই ডিসেম্বর পর্যন্ত বাসা থেকে অফিস চালিয়ে যেতে পারবেন বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে গুগলের প্রধান নির্বাহী (সিই) সুন্দর পিচাই বিবিসিকে জানান, কর্মীদের মধ্যে যাদের অফিসে আসা দরকার তারা আগামী জুনের ১ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে যোগ দিতে পারবেন। তবে, অধিকাংশ কর্মীই চাইলেই ডিসেম্বর পর্যন্ত বাসা থেকেই অফিসের কাজ করতে পারবেন।
অন্যদিকে, ফেসবুকের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা জুলাইয়ের ছয় তারিখ থেকে অফিস খুলবেন। তবে, কর্মীদের মধ্যে ঐচ্ছিকভাবে যে কেউ আগামী ডিসেম্বর পর্যন্ত রিমোট অফিস চালাতে পারবেন।
এছাড়াও, সামাজিক যোগাযগের এই জনপ্রিয় প্লাটফর্মের পক্ষ থেকে সকল কর্মীকে এক হাজার মার্কিন ডলার বোনাস ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এই বিশ্বমহামারির মধ্যে পুনরায় অফিস চালু করতে গিয়ে প্রতিষ্ঠান দুটিকে তাদের ইন্টেরিয়র ঢেলে সাজাতে হচ্ছে। যেনো, কর্মীরা শারীরিক দূরত্ব মেনে অফিসে বসতে পারেন।