কোভিড-১৯: ১০ দিনেই শনাক্ত অর্ধেকেরও বেশি সংক্রমণ
৮ মে ২০২০ ১২:৩২ | আপডেট: ৮ মে ২০২০ ১৩:২৭
দেশে প্রথম নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার দুই মাস পূর্ণ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার প্রবণতা যেমন ছিল, বাংলাদেশেও একই রকম প্রবণতাই দেখা যাচ্ছে। দিন যত যাচ্ছে, বাড়ছে সংক্রমণের পরিমাণ। আর সে কারণেই এখন পর্যন্ত যত জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে, তার অর্ধেকেরও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে কেবল গত ১০ দিনে। শুধু তাই নয়, এই ১০ দিনের কোনো দিনই নতুন সংক্রমণের সংখ্যা পাঁচশ’র নিচে ছিল না।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ৭০৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই সংখ্যা আগের দিনের তুলনায় কম হলেও এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো একদিনে সাত শতাধিক সংক্রমণ শনাক্ত হলো। এর মধ্যে আগের দিনের ৭৯০ জনের শনাক্ত হওয়া এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
করোনা: লাইভ আপডেট
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সবশেষ ১০ দিনের প্রতিদিনই করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা ছিল পাঁচ শতাধিক। এর মধ্যে ২৮ এপ্রিল নতুন সংক্রমণ ছিল ৫৪৯টি। পরের প্রতিদিনে সংক্রমণের সংখ্যা সাড়ে পাঁচশরও বেশি। এই ৯ দিনে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে যথাক্রমে ৫৪৯, ৬৪১, ৫৬৪, ৫৭১, ৫৫২, ৬৬৫, ৬৮৮, ৭৮৬, ৭৯০ ও ৭০৬ জনের শরীরে। লক্ষ্যণীয় বিষয়, এই ১০ দিনের মধ্যে সাত দিনই সংক্রমণ শনাক্ত হওয়ার পরিমাণ আগের দিনের চেয়ে বেশি।
সব মিলিয়ে এই ১০ দিনে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ছয় হাজার ৫১২টি জনের শরীরে। অন্যদিকে এখন পর্যন্ত গত দুই মাসে দেশে করোনাভাইরাসে মোট সংক্রমণই শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জনের শরীরে। অর্থাৎ শেষ ১০ দিনে আক্রান্তের সংখ্যা অর্ধেকেরও বেশি— ৫২ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি মূলত নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গতি রেখেই বেড়েছে। কারণ কোভিড-১৯ শনাক্ত করতে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৫ হাজার ৫১৩টি। অন্যদিকে এই শেষ ১০ দিনেই নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ১৭২টি। এই নমুনা পরীক্ষার সংখ্যা মোট নমুনা পরীক্ষার ৫১ দশমিক ২৮ শতাংশ। অর্থাৎ নমুনা পরীক্ষার সঙ্গে আনুপাতিক হারে বেড়েছে সংক্রমণ শনাক্তের সংখ্যাও।
তবে এই শেষের দিকে এসে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বাড়লেও গড় হিসাবে নমুনা সংক্রমণ শনাক্তের হার মোটামুটি একই রকম রয়েছে। কারণ সবশেষ ১০ দিনে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ। এই হার বরং এপ্রিলের শেষ দুই সপ্তাহের তুলনায় কিছুটা কমই। কারণ এপ্রিলের তৃতীয় সপ্তাহে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৪০ শতাংশ, চতুর্থ সপ্তাহে এই হার ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ। আর এপ্রিলের শেষ সাত দিনে এই হার ছিল ১২ দশমিক ৪৫ শতাংশ। আর এখন পর্যন্ত প্রাপ্ত দুই মাসের তথ্যে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ।
শেষ ১০ দিনে কেবল কমেছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এই ১০ দিনে মোট ৪৭ জন মারা গেছেন। সে তুলনায় এখন পর্যন্ত দুই মাসে ১৯৯ জন মারা গেছেন। গত ১০ দিনে মৃতের সংখ্যা মোট মৃত্যুর ২৩ দশমিক ৬১ শতাংশ।
করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯ নমুনা পরীক্ষা সংক্রমণ শনাক্ত স্বাস্থ্য অধিদফতর