Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি, তরুণকে কুপিয়ে হত্যা


৮ মে ২০২০ ০৯:২০ | আপডেট: ৮ মে ২০২০ ১৪:৩২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রবিউল (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল দেউলভোগ এলাকার হাবিবুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে রবিউলকে কুপিয়ে আহত করা হয়। পরে উন্নিত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, কুপিয়ে আহত রবিউলকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

কুপিয়ে হত্যা সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর