Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা দুর্গতদের সহায়তায় ব্যয় হবে যাকাত ফান্ডের অর্থ


৮ মে ২০২০ ০০:১৫

ঢাকা: চলতি বছর সরকারি যাকাত ফান্ডের অর্থ করোনা দুর্গতদের জন্য ব্যয় হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানের আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাবিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও তার বাইরে নয়। এই মহামারির প্রাদুর্ভাব কমাতে সরকারি নির্দেশ মোতাবেক সকল মানুষের ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল জনগোষ্ঠী কর্মহীন ও রোজগারবিহীন অবস্থায় পতিত হয়েছে। বিশেষ করে গরীব ও নিম্ন আয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সরকার অসহায়, দুস্থদের সহায়তায় বিভিন্ন কমর্সূচি হাতে নিয়েছে ও তাদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও ত্রাণের ব্যবস্থা করে যাচ্ছে।  এই সংকটকালীন পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকেও সরকারি যাকাত ফান্ডের অর্থ বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে যারা কর্মহীন হয়ে অসহায়, মানবেতর জীবনযাপন করছেন তাদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ সবসময় যথাযথভাবে ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যয় করা হয়ে থাকে। সেই অর্থে প্রতিবছর অসহায় দুস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা, বৃক্ষরোপন কার্যক্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

সরকারি যাকাত ফান্ডে জমাকৃত অর্থ আয়করমুক্ত। যাকাত প্রদানে সক্ষম যে কেউ ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে সামিল হতে পারেন। বর্তমান পরিস্থিতিতে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে দেশের এই সংকটকালে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, সকলের সমন্বিত উদ্যোগেই এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে।

ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ড যাকাত ফান্ডের অর্থ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর