Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সাতকানিয়া থানায় পিপিই দিলো কেএসআরএম


৭ মে ২০২০ ২১:২১ | আপডেট: ৭ মে ২০২০ ২১:৩৫

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রামের সাতকানিয়া থানায় পুলিশ সদস্যদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) লিমিটেড।

বৃহস্পতিবার (৭ মে) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীরের কাছে পিপিই হস্তান্তর করেন কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘সাতকানিয়া উপজেলায় এরই মধ্যে অনেক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মারাও গেছে। এলাকা কিংবা বাড়ি লকডাউনের সময় আক্রান্তদের কাছে আমাদের যেতে হচ্ছে। এজন্য পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেএসআরএম’র পিপিই এসব ঝুঁকিপূর্ণ কাজে আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।’

মিজানুল ইসলাম জানিয়েছেন, সাতকানিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঝুঁকি বিবেচনায় নিয়ে কেএসআরএম’র উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান পুলিশ সদস্যদের জন্য পিপিই পাঠিয়েছেন।

কবির স্টিল রি-রোলিং মিলস কেএসআরএম পিপিই সাতকানিয়া থানা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর