করোনা লড়াইয়ে যুক্ত হচ্ছেন আরও ৫ হাজার নার্স
৭ মে ২০২০ ২০:৫২ | আপডেট: ৭ মে ২০২০ ২১:১৭
ঢাকা: আরও ৫ হাজার ৫৪ জনকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে পদায়নের জন্য তাদের সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) এই নিয়োগের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইদলাম প্রধান। তিনি জানান, আগামী ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে নিয়োগপ্রাপ্তদের।
পদায়ন পাওয়া সেবিকাদের বিস্তারিত তথ্য তালিকা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
এর আগ, গত ২৫ এপ্রিল করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্সের নিয়োগ চেয়ে চিঠি দেওয়া হয়েছিল।
এরই ধারাবাহিকতায় সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা নার্সের তালিকা থেকে এ পাঁচ হাজার ৫৪ জন নার্সকে পদায়ন করা হয়েছে। এছাড়াও ৩৯তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।