Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহে আ.লীগের রক্তদান কর্মসূচি


৭ মে ২০২০ ২০:০৩

ময়মনসিংহ: করোনাভাইরাসের সংকট সময়ে রোগীদের চিকিৎসায় চাহিদা পূরণ করতে গিয়ে ব্লাড ব্যাংকগুলো এখন প্রায় রক্তশুন্য হয়ে পড়েছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় নগরীর ফিরোজ জাহাঙ্গীর সড়কে অলকা নদী বাংলা কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের আহ্বানে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আমিনুল হক শামীম, সহ-সভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুমিনুর রহমান জিন্নাহ, জেলা কৃষক লীগ সহ-সভাপতি শাহ রেজাউল করিম রেজা, মহানগর কৃষক লীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফিজার তালুকদার, জেলা যুবলীগ সদস্য ইমরান জামান বাবুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ ব্লাড ব্যাংক ময়মনসিংহ রক্তদান কর্মসূচি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর