Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএমবির দুই সদস্যের দোষ স্বীকার


৭ মে ২০২০ ১৮:০৩

ঢাকা: রাজধানীর বংশাল থানার সুরিটোলা এলাকা থেকে গ্রেফতার কথিত ইমাম মাহাদির সৈনিক হিসেবে যোগ দিতে চাওয়া দুই জেএমবি সদস্য আব্দুর রহমান (২৯) ও মো. রবিউল ইসলাম (৩৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (০৭ মে) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক বাবু কুমার সাহা আসামিদের আদালতে হাজির করেন। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে বংশাল থানার সুরিটোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, বাংলাদেশি ৩৮ হাজার ৮০০ টাকা এবং ২ হাজার ৪৬০ মার্কিন ডলার জব্দ করা হয়।

আদালত জঙ্গি জেএমবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর