‘বন্ধ থাকলেও দোকানের কর্মচারীরা বেতন পাবেন’
৭ মে ২০২০ ১৭:৩৮ | আপডেট: ৭ মে ২০২০ ২০:৫১
ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে দোকানপাট বন্ধ থাকলেও কর্মচারীরা তাদের বেতন পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
হেলাল উদ্দিন বলেন, ‘যেসব দোকান ও মার্কেট রমজান উপলক্ষে বন্ধ রাখা হবে কর্মচারীরা সেক্ষেত্রে অবশ্যই তার বেতন পাবেন। তারা আমাদের ডে লেবার নয়, কন্ট্রাক্ট বেসিসে চাকরি করছেন; তারা চাকুরিজীবী। সেক্ষত্রে আমরা মালিককে অনুরোধ করবো যেটুকু পারেন, আমি এটাও মনে করি সব মালিকের কাছে হয়তো পর্যাপ্ত টাকা নাই। সেক্ষেত্রে যতটুকু পারেন, পারস্পারিক বোঝাপড়ার মধ্য দিয়ে তা পরিশোধ করবেন।’
সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খোলার কথা রয়েছে। তবে এরইমধ্যে বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্ক না খোলার ঘোষণা এসেছে। চন্দ্রিমা ও নিউমার্কেট খোলা হবে কিনা ৯ তারিখ সেই সিদ্ধান্ত নেওয়া হবে। বেশিরভাগ দোকানিই মনে করছেন, এই মুহূর্তে দোকানপাট খুলে খুব একটা লাভ হবে না। গণপরিবহণ বন্ধ থাকায় যেমন পাওয়া যাবেনা ক্রেতা, তেমনি বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হবে না।’
আবার বর্তমানে বেশিরভাগ শপিং মল বা শো-রুম শীতাতপ নিয়ন্ত্রিত। এসিতে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার ঝুঁকি থাকায় ওইসব মার্কেটও বন্ধ রাখতে উৎসাহিত করা হচ্ছে বলে সারাবাংলাকে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। ফলে বেশিরভাগ দোকান ও শপিং মল বন্ধ থাকা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরও বন্ধ থাকা দোকানপাটের কর্মচারীদের বেতন দিতে অনুরোধ জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি।