Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান ও ২ সদস্য বরখাস্ত


৭ মে ২০২০ ১৬:৫৭

ঢাকা: ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোফাজ্জেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ সরেজমিন তদন্তে প্রমাণিত হয়েছে এবং শরীয়তপুরের জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন। এই অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সেইসঙ্গে সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে শরীয়তপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৫২ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ১৯ জন ইউপি চেয়ারম্যান, ৩১ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌরসভা কাউন্সিলর।

বিজ্ঞাপন

অনিয়ম চাল বিতরণ টপ নিউজ বরখাস্ত ভিজিএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর