করোনায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির মৃত্যু
৭ মে ২০২০ ১৫:৪৪
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরী (৭০) মারা গেছেন।
বুধবার (৬ মে) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আলাউদ্দিন আল আজাদ।
আলাউদ্দিন আল আজাদ জানান, অধ্যাপক নাজমুল করিম গত ৫ মে বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অনারারি ট্রেজারারসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘ড. নাজমুল করিম চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য শিক্ষক, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনায় অসাধারণ গুণি ব্যক্তি।’
শোকবার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।
করোনা টপ নিউজ ঢামেক ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিসির মৃত্যু