Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা জয় করে বাড়ি ফিরলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী


৭ মে ২০২০ ১২:০৩

ঢাকা: করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জায়েদ।

চিকিৎসা শেষে গত বুধবার (৬ মে) রাতে করোনাভাইরাস টেস্টে নেগেটিভ রেজাল্ট নিয়ে বাড়ি গেছেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৮ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা হলে জায়েদ তার নানা বাড়ি ঢাকার টিকাটুলিতে বেড়াতে যায়। সেখান থেকে মামার সঙ্গে বিভিন্ন সংগঠনের পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে করোনা আক্রান্ত হন তিনি।

পরে গত ২০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্ট করান জায়েদ। টেস্টে রেজাল্প পজেটিভ আসে। একই সঙ্গে তার নানা ও ছোট ভাইও করোনায় আক্রান্ত হন। পরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে জায়েদ ও তার নানা সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এর এক সপ্তাহ আগে তার ছোট ভাইও করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

জায়েদ বলেন, ‘আক্রান্ত হয়ে কিছুটা আতঙ্কিত হলেও আত্মবিশ্বাসী ছিলাম। সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরেছি। অনেকটাই ভালো লাগছে এখন। কিন্তু বাড়িতে এসেও জেলখানার মত বন্দি থাকতে হবে। আশেপাশের মানু্ষও আমাদের দেখে আতঙ্কিত হয়ে গেছে।’

ইবি ইসলামী করোনা টপ নিউজ

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর