Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফির ডাকে সাড়া দিয়ে ১ হাজার মানুষের পাশে সিটি ব্যাংক


৭ মে ২০২০ ০৫:৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্ত্তোজার আহবানে সাড়া দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন পড়া শ্রমজীবি ও কর্মজীবীদের পাশে খাদ্য সহায়তা নিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ালো সিটি ব্যাংক লিমিটেড।

আজ বুধবার বেলা ১২ টায় নড়াইল শহরের মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে সিটি ব্যাংকের দেয়া ১ হাজার মানুষের মাঝে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন ত্রাণের প্যাকেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম,ফাউন্ডেশন কর্মকর্তা এম এম কামরুল আলম, রাজু ইস্রাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ হলের ভিপি হোসাইন আহম্মেদ সোহান, জিল্লুর রহমান, ফারুক আহম্মেদ প্রমুখ।

সারাবাংলা/এমএমআর/জেএইচ

করোনা মাশরাফি বিন মুর্ত্তোজা সিটি ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর