Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব উদ্বোধন


৭ মে ২০২০ ০৩:২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নারায়ণগঞ্জ: করোনা হটস্পট হিসেবে পরিচিত নারায়নগঞ্জে ৩শ’শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা টেষ্ট করার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ল্যাবটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিমউদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা সমন্বয়ক ডাঃ জাহিদ।

এ ল্যাবটি মাধ্যমে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিদিন ৯০ জন রোগীকে পরীক্ষা করা হবে। নারায়ণগঞ্জে এ পর্যন্ত ১১২৩জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ও মৃত্যু ৫১ জনের। এর আগে রূপগঞ্জে একটি ল্যাব ও সিটি করপোরেশন এলাকায় দুইটি বুথ চালু করা হয়।

সারাবাংলা/আই/জেএইচ

উদ্বোধন করোনা টেস্ট পিসিআর ল্যাব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর