Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মাস্ক পুনঃব্যবহারে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন


৭ মে ২০২০ ০৩:১০

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বরিশাল: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণঃব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। আউটডোর ডক্টরস এসোসিয়েশনের অর্থায়নে মেশিনটি চালু করায় ব্যবহৃত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে।

এরফলে অপচয়রোধ সম্ভব হয়েছে। হাসপাতালের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করার পর বুধবার (৬ মে) এটি চালু করা হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির সূত্রে জানা গেছে, বরিশালসহ দেশে উন্নতমানের এন-৯৫ মাস্কের স্বল্পতা ও দামের উপর বিবেচনায় একাধিকবার ব্যবহার করা দুরহ হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষিতে আউটডোর ডক্টরস এসোসিয়েশনের পক্ষ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিদের ব্যবহৃত মাস্ক পুনঃব্যবহারের উপযোগী করতে ইউভি স্টেরিলাইজার মেশিনটি স্থাপন করা হয়।

আউটডোর ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী তুহিন জানান, এই মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবানুমুক্ত) একাধিকবার ব্যবহারের সুযোগ রয়েছে। ইতোমধ্যে যে সকল মাস্ক ব্যবহার করা হয়েছে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিরা এই মেশিনের সুবিধা পাবেন এবং পর্যায়ক্রমে জনসাধরণের সুবিধায় ব্যবহার হবে।

এদিকে আউটডোর ডক্টরস এসোসিয়েশন করোনা মোকাবেলা বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ইফতারী বিতরণ করেছে। এছাড়াও করোনা ও আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও রোগীদের স্বজনের মাঝেও ইফতারী বিতরণ অব্যাহত রেখেছে। সংগঠনটি করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সার্বক্ষনিক মেডিকেল (মোবাইল) টিম চালু রেখেছে। আর এসব সেবামূলক কার্যক্রম চলছে নিজস্ব অর্থায়নে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেউ/জেএইচ

ইউভি স্টেরিলাইজার করোনা বরিশাল মাস্ক শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর