Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউপি সদস্য বরখাস্ত


৭ মে ২০২০ ০২:৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, কালাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নম্বর ওয়াডের্র সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপা।

বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, তাদের বিরুদ্ধে সরকারি খাদ্য কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের এই আদেশ দেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ওই দুজনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সারাবাংলা/এইচডি/জেএইচ

ইউপি সদস্য চাল চুরি বহিষ্কার

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর