Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা নিউ মার্কেট খুলবে কিনা সিদ্ধান্ত শনিবার


৬ মে ২০২০ ২১:৪৬

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদের কেনাকাটার সুবিধার্থে রাজধানীর অন্যতম বৃহত্তম শপিং মার্কেট নিউ মার্কেট খোলা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার (৯ মে)।

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফউদ্দিন আহমেদ বাবু বুধবার (৬ মে) রাতে সারাবাংলা এ তথ্য জানান।

তিনি জানান, ঈদের আগে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মার্কেটগুলো খুলে দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে সমিতির সদস্যরা আজকে প্রাথমিকভাবে বৈঠক করেছি। শনিবার আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আরও জানান, এই অবস্থায় গণপরিবহন চলবে কি না, করোনা পরিস্থিতির অবনতি হবে কি না, আশেপাশের মার্কেটগুলোর অবস্থা কী হবে এ সব বিবেচনা করে মার্কেট চালু হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

লকডাউনের মধ্যে সীমিত পরিসরে দোকানপাট খোলা রাখা যাবে বলে সরকার গত ৪ মে নির্দেশনা জারি করে। ১০ মে থেকে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা ছিল।

স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হওয়ার আশঙ্কায় ঈদের আগে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক খোলা হবে না মার্কেট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।

ঈদের কেনাকাটা করোনাভাইরাস টপ নিউজ নিউ মার্কেট লকডাউন

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর