চট্টগ্রামে শ্রীলঙ্কার নাগরিক করোনায় আক্রান্ত
৬ মে ২০২০ ১৭:২৮ | আপডেট: ১৭ মে ২০২০ ২১:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এক শ্রীলঙ্কান নাগরিক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাসহ আরও ১২ জনের নমুনায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের পুরনো এক রোগীর নমুনা দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে। এসব নমুনায় মোট ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে জানান, সিভাসু’র ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৪ জন, নোয়াখালী জেলার দুই জন, ফেনী জেলার একজন, রাঙামাটি জেলার চার জন এবং লক্ষ্মীপুর জেলার একজনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত শ্রীলঙ্কার একজন নাগরিক আছেন। তিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকায় বসবাস করেন।
নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কার একজন নাগরিক আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হচ্ছে। তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটাইনে আছেন।’
আক্রান্তদের মধ্যে রয়েছেন দু’জন পুলিশ সদস্য। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানিয়েছেন, দু’জনের একজন সিএমপির একটি ইউনিটের সহকারী পুলিশ কমিশনার। আরেকজন ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল। তিনি দামপাড়া পুলিশ লাইনে ট্রাফিক ব্যারাকে থাকেন। দু’জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে কোস্টগার্ডের তিন সদস্যও আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। কোস্টগার্ডের পূর্ব জোনের এক কর্মকর্তা সারাবাংলাকে জানিয়েছেন, ১১ দিন আগে কোস্টগার্ডের এক সদস্য করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তাকে প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য এই তিন জনকে নির্ধারণ করা হয়েছিল। রক্ত দেওয়ার আগে তিন জনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। পরীক্ষায় তিন জনেরই করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
বাকিদের মধ্যে বাশঁখালী উপজেলার দু’জন, সাতকানিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার একজন করে আছেন। এছাড়া বিআইটিআইডি ও ফিল্ড হাসপাতালের একজন করে আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
চট্টগ্রাম জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১২৯ জন। এর মধ্যে পাঁচ জন বাইরের জেলা থেকে আসা। মারা গেছেন ৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।
করোনা পরীক্ষা করোনা শনাক্ত করোনায় আক্রান্ত টপ নিউজ নমুনা পরীক্ষা সিভাসু ল্যাব