ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কার্টুনিস্ট ও লেখক
৬ মে ২০২০ ১৫:১০ | আপডেট: ৬ মে ২০২০ ১৫:৪৯
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অপরাধে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৫ মে) রাতে তাদের গ্রেফতার করে র্যাব-৩। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘র্যাব-৩ ওই দুজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে আমাদের থানায় পাঠিয়েছে। আমরা তাদের আদালতে পাঠিয়েছি।’