Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়াইগ্রামে ২ প্রাইভেটকারের সংঘর্ষে শিশুর মৃত্যু


৬ মে ২০২০ ১৩:৩৫

নাটোর: নাটোরের বড়াইগ্রামে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (৬ মে) ভোর ছয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড় এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আব্দুল সালাম বলেন, ‘একটি প্রাইভেটকার রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল, অপরটি ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে বড়াইগ্রামের থানার মোড় এলাকায় পৌঁছলে দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে আহত হয় সাতজন।’

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় আহতদের মধ্যে এক শিশুকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকার মৃত্যু শিশু সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর