Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় প্রস্তুত ছিল না ট্রাম্প প্রশাসন: হুইসেলব্লোয়ার


৬ মে ২০২০ ১০:০০ | আপডেট: ৬ মে ২০২০ ১৪:২৩

ইলাস্ট্রেশন – দ্য ফিলাডেলফিয়া ইনকুইরার

নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুত ছিল না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কেউই। তাদের সেই প্রস্তুতির ঘাটতি ধামাচাপা দিতেই রাতারাতি হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো অপরীক্ষিত ওষুধ আমদানি করে, মাতামাতি শুরু করেছিলেন তারা। সরকারি উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রিক ব্রাইট একজন হুইসেলব্লোয়ার হিসেবে মঙ্গলবার (৫ মে) অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে এই অভিযোগ উত্থাপন করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলে পদচ্যুত হয়েছিলেন এই কর্মকর্তা।

এদিকে বার্তাসংস্থা এপি’কে ওই হুইসেল ব্লোয়ার জানান, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ছিল নিউইয়র্ক ও নিউজার্সির মতো করোনা হটস্পটগুলোতে ব্যাপক হারে ওই ম্যালেরিয়ার ওষুধ ছড়িয়ে দেওয়া।

টেলিফোনে ডা. রিক ব্রাইট সাংবাদিকদের জানান, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন কিভাবে প্রশাসনিক কর্তৃপক্ষ অন্ধের মতো করোনা মোকাবিলায় অগ্রসর হচ্ছিল। তাদের না ছিল প্রস্তুতি, না ছিল সম্যক জ্ঞান। তিনি হাইড্রোক্সিক্লোরোকুইনের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলার পর পদচ্যুত হয়েছিলেন।

তিনি বলেন, ইতোমধ্যেই ওই ঘটনা তদন্ত করে, নিজের পদ ফিরে পাওয়ার জন্য স্পেশাল কাউন্সেলের বরাবর আবেদন করেছেন। তবে, এ ব্যাপারে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের (এইচএইচএস) সঙ্গে এপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ বুধবার (৬ মে) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ১২ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭২ হাজার ১৪৯ জনের এবং সুস্থ্য হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক লাখ ৯৯ হাজার ১৫১ জন।

কোভিড-১৯ টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র হাইড্রোক্সিক্লোরোকুইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর