Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: সব শুল্ক ও ভ্যাট কার্যালয় খোলা থাকবে


৬ মে ২০২০ ০২:৪২

ঢাকা: করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে।

মঙ্গলবার (৫ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ক একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শুল্ক ও ভ্যাট  বিভাগের অধীন বিভাগ বা দফতর, জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো খোলা রাখা এবং একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। এ কারণ ছাড়াও আমদানি-রফতানি নিরবচ্ছিন্ন রাখার জন্যও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই কিছু কাস্টমস হাউজ খোলা রাখা হয়। এখন শুল্ক ও ভ্যাট অফিসও খোলা থাকবে।

এনবিআর কাস্টম হাউজ ভ্যাট রাজস্ব বোর্ড শুল্ক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর