Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আরও ১২ জন করোনা আক্রান্ত


৬ মে ২০২০ ০১:১২ | আপডেট: ৬ মে ২০২০ ০১:৫১

সিলেট: সিলেটে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দুই দফা পরীক্ষার পর এই রোগীদের শনাক্ত করা হয়। আক্রান্তরা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার দুপুর ও সন্ধ্যায় মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

বিজ্ঞাপন

তিনি জানান- সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের এসব রোগীদের ইতিমধ্যে চিহ্নিত করে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর