মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে পারেন ১৩ মে
৫ মে ২০২০ ২২:৩৫ | আপডেট: ৫ মে ২০২০ ২২:৪০
ঢাকা: নভেল করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৩ মে তারা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে পারেন।
মঙ্গলবার (৫ মে) এক বার্তায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন বলছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক এমসিও (মুভমেন্ট কন্ট্রোল অর্ডার) জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে যেসব বাংলাদেশিরা মালয়েশিয়ায় আটকা পড়েছেন, তাদের প্রথম ব্যাচকে (এরই মধ্যে যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে) দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। মালিন্দো এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে করে আনা হবে তাদের। যাত্রার সম্ভাব্য তারিখ আগামী ১৩ মে।
বার্তায় আরও বলা হয়, এই চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের অনুমোদন রয়েছে। অনুমোদন অনুযায়ী, প্রত্যেক যাত্রীর পক্ষে দূতাবাসের সনদ ইস্যু ও যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম হাইকমিশন শেষ করছে।
হাইকমিশন জানায়, এ বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট ও স্বাস্থ্য পরীক্ষায় সমন্বয়কারী হিসেবে কাজ করছেন মো. আলমগীর জলিল (সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)।
আটকে পড়া বাংলাদেশি টপ নিউজ দেশে ফিরিয়ে আনা মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি