Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার’


৫ মে ২০২০ ২১:৩১

ঢাকা: বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের কর্মীরা প্রবাসীদের সঙ্গে সবসময় যোগযোগ রাখছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিদায়ী সচিব মো. সেলিম রেজার দায়িত্ব অর্পণ ও নতুন নিয়োগপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও করোনাত্তোর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজার সুরক্ষায় বিভিন্ন দেশের মন্ত্রিদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রবাসী কর্মীদের সুরক্ষায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।’

এ সময় নতুন নিয়োগপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘বঙ্গবন্ধুর জীবন দর্শন সোনার বাংলা বিনির্মাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। নিষ্ঠার সঙ্গে সেবামূলক মনোভাব নিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে দায়িত্ব পালন করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘করোনাত্তোর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।’

বিদায়ী সচিব মো. সেলিম রেজা বলেন, ‘প্রবাসী কর্মীরা যাতে কোনরকম অসুবিধায় না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। করোনাত্তোর পরিস্থিতিতে বর্তমান শ্রমবাজার ধরে রাখতে এবং নতুন শ্রমবাজার সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

বিজ্ঞাপন

ইমরান আহমদ গুরুত্ব প্রবাসী শ্রমিক সরকার সুরক্ষা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর