উড়বে না ফানুস: বুদ্ধ পূর্ণিমায় ঘরে বসেই প্রার্থনা
৫ মে ২০২০ ২০:২০ | আপডেট: ৬ মে ২০২০ ০৪:১৪
ঢাকা: বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আগামীকাল বুধবার (৬ মে, ২৩ বৈশাখ)। শতবর্ষের ইতিহাসে এবারই প্রথম ধর্মীয় পবিত্র এই দিনটি ভিন্নভাবে উদযাপন করা হবে। নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার সবাই ঘরে বসেই প্রার্থনা করবেন। আর প্রতিবছরের মতো এবার আকাশে উড়বে না ফানুস, বসবে না মিলনমেলা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া সারাবাংলাকে বলেন, বুধবার বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। প্রতিবছরই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়, প্রার্থনার আয়োজন থাকে। এই দিন ঘিরে প্রতিটি অঞ্চলে মানুষে মানুষে মিলনমেলার তৈরি হয়। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে দেশে এখন বিশেষ পরিস্থিতি চলছে। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, সবাই ঘরে বসেই প্রার্থনা করব। যেসব ভিক্ষু বৌদ্ধ বিহারে অবস্থান করছেন, কেবল তারাই সেখানে প্রার্থনা করবেন। সরকারি নির্দেশ অনুযায়ী বাকিরা যে যার বাসাতেই প্রার্থনা করবেন।
জয়দত্ত বড়ুয়া আরও বলেন, এই দিনটি ঘিরে অনেক আয়োজন হয়ে থাকে। ফানুস উড়ানো হয়, গ্রামীণ মেলাসহ অনেক আয়োজন থাকে। সবচেয়ে বড় মেলাটি বসে চট্টগ্রামের বৈদ্যপাড়া গ্রামে, যা বোধিদ্রুম মেলা নামে পরিচিত। তবে করোনা পরিস্থিতির কারণে এবার এগুলোর কিছুই হচ্ছে না।
জানা গেছে, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। ৬২৩ অব্দের এই দিনে এই পবিত্র তিথিতে খ্রিস্টপূর্ব বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে। আর ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনটিতে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই পৃথিবীতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়।
দিনটির পরিত্রতা রক্ষায় এ দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তরা প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দির সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধরা এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।
ফাইল ছবি
করোনাভাইরাস গৌতম বুদ্ধ ঘরে বসে প্রার্থনা টপ নিউজ বুদ্ধ পূর্ণিমা