Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জমির বিরোধে বৃদ্ধ খুন


৫ মে ২০২০ ১৯:২৮ | আপডেট: ৫ মে ২০২০ ১৯:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারধরে আহত বৃদ্ধ চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৫ মে) নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মারা গেছেন।

মৃত বুদরুছ মিয়া (৬৫) পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার বুদরুছ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়া হয়। একপর্যায়ে চাচাতো ভাই নুরুল আলম ও মাহবুবুল আলমের হামলায় বুদরুছ ও তার ছেলে আহত হন। তাদের প্রথমে স্থানীয় বিজিসি ট্রাস্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ওসি জানান, বুদরুছ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়ছে। এই ঘটনায় পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খুন বৃদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর