১৬ মে পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ
৫ মে ২০২০ ১৮:১৫ | আপডেট: ৫ মে ২০২০ ১৮:১৮
ঢাকা: আগামী ১৬ মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোকাব্বির হোসেন বলেন, বাংলাদেশ বিমানের সব ফ্লাইট ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারও সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে। এ কারণেই আমরাও এই সময়ে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে কোনো ধরনের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইট চলবে না।
এর আগে, গত মার্চে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার পর বিমান বাংলাদশেও সব ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর একাধিক ধাপে ৭ মে পর্যন্ত ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি। সেই সময়সীমা আরও ৯ দিন বাড়ল।
করোনাভাইরাস টপ নিউজ ফ্লাইট বন্ধ বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স