ফ্রান্সে করোনা সংক্রমণ শুরু হয়েছিল ডিসেম্বরেই!
৫ মে ২০২০ ১৮:০৬ | আপডেট: ৫ মে ২০২০ ২৩:২০
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে গত বছরের ডিসেম্বরের ২৭ তারিখ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা এক রোগী প্রকৃতপক্ষে নভেল করোনাভাইরাস আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন ওই রোগীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক ডা. যোভেস কোহেন। মঙ্গলবার (৫ মে) এ খবর জানিয়েছে বিবিসি।
ডা. কোহেন বিবিসিকে জানান, ওই রোগীর নমুনা সম্প্রতি টেস্ট করিয়ে তারা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
এর আগে, ইউরোপ মহাদেশে নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রথম ইতিহাস খুঁজে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল জানুয়ারির ২৭ তারিখ। কিন্তু, বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে তার এক মাস আগে থেকেই ইউরোপে করোনাভাইরাসের অস্তিত্ত্ব ছিল।
এদিকে, সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করা ওই রোগীর কোনো বিদেশ ভ্রমণের ইতিহাসও নেই। তাই তিনি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম আক্রান্তের সঠিক ইতিহাস জানা সম্ভব হলে ভাইরাস ছড়ানোর রূপরেখা উদ্ধার করা সম্ভব হবে। ডব্লিউএইচও’র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার একইরকম অসুস্থতায় ভুগে চিকিৎসা নিতে আসা রোগীদের রেকর্ড পুনরায় খতিয়ে দেখতে বিভিন্ন দেশের স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুধুমাত্র ফ্রান্সেই নয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও একটি মরদেহের পোস্টমোর্টেম করতে গিয়ে দেখা যায়, যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস সংক্রমণের যে তারিখ বলা হচ্ছে, তারও একমাস আগে থেকে দেশটিতে করোনাভাইরাসের অস্তিত্ত্ব ছিল।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সর্বপ্রথম অজানা এক ভাইরাসের ব্যাপারে ডব্লিউএইচও’কে জানানো হয়। পরে, তারা এই ভাইরাসকে শনাক্ত করে নভেল করোনাভাইরাস নামকরন করে। এছাড়াও, এই ভাইরাস সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ কে বিশ্বমহামারি ঘোষণা করে সংস্থাটি।