জেএমবির ১৭ সদস্য কারাগারে
৫ মে ২০২০ ১৬:২৪ | আপডেট: ৫ মে ২০২০ ১৬:৪৬
ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেফতার জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১৭ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক বাবু কুমার সাহা আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নির্দেশ দেন।
গ্রেফতার যে ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন— মো. হায়দার আলী (৪৪), মো. মাহমুদুল হাসান ওরফে মাসুম, মো. জামিরুল ইসলাম (২৪), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. শেখ আরাফাত ওরফে জনি (৪৮), মো. ইমরুল হাসান ওরফে ইমন (২৫), মো. সাইফুল ইসলাম (২৫), মো. মোজাম্মেল হক (৩৩), মো. শাহজালাল(৩৪), মো. আক্তারুজ্জামান (৩০), মো. মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), মো. আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), মো. সোহাইল সরদার (৩৩), মো. ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮), মো. মাজেদুল ইসলাম ওরফে মুকুল ( ২৮) ও মো. সোহাগ হাসান (২০)।
সোমবার (৪ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের বিপরীত পাশে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে থেকে এই ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১৯টি মোবাইল ফোন, ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৯২২ মার্কিন ডলার জব্দ করা হয়।
এদিকে, গ্রেফতারের পর ১৭ জনের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন সিটিটিসির পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।
১৭ জেএমবি সদস্য গ্রেফতারের পর কারাগারে জেএমবি টপ নিউজ সিটিটিসি