Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় শ্রমিকদের সুরক্ষায় গার্মেন্টসেই হচ্ছে আবাসিক ব্যবস্থা


৫ মে ২০২০ ১৬:০৪ | আপডেট: ৫ মে ২০২০ ১৮:০৩

আশুলিয়া: সবার আগে শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা। তারপর প্রাণঘাতি মহামারি করোনাভাইরাসের সংক্রমণে এড়িয়ে উৎপাদনের পরিবেশ স্বাভাবিক রাখতে ব্যতিক্রমী এক কর্মসূচি হাতে নিয়েছে জেড থ্রি কম্পোজিট লিমিটেড নামের আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানা।

অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে শ্রমিকদের থাকার কারণে তৈরি পোশাক খাতের শ্রমিকদের অনেকেই রয়েছেন সংক্রমণ ঝুঁকিতে। সে বিষয়টি মাথায় রেখেই কারখানার ভেতরেই শ্রমিকদের থাকার জন্য বিনামূল্যে আবাসিকের ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, কারখানায় কর্মরত রয়েছে ১ হাজার ৫০০ শ্রমিক। স্বাস্থ্যবিধি মেনে কারখানায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হলেও বাইরে থেকে আসা সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। সে বিষয়টি গুরুত্ব দিয়ে কারখানার ভেতরেই সাড়ে ৫০০ শ্রমিকের আবাসিকের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অবশিষ্ট শ্রমিকদের আবাসিক ব্যবস্থাও এখানে করা হবে।

ইতিমধ্যে কারখানার প্রতিটি ফ্লোরে ৪৬টি করে কক্ষ প্রস্তুত করা হয়েছে যেখানে প্রতিটি কক্ষে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশে কর্মীদের থাকার ব্যবস্থা হচ্ছে। এছাড়াও নারী শ্রমিকদের জন্য রয়েছে আলাদা ফ্লোর।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক মো. আল-আমিন চৌধুরী বলেন, ‘আমরা যেন শ্রমিকদের নিরাপত্তা দিতে পারি সে জন্য আমাদের এই আবাসিক ব্যবস্থা। আমাদের স্যার আজমত গ্রুপের মালিক তিনি শ্রমিকদের কথা চিন্তা করে এই ব্যবস্থা করেছেন। আমাদের শ্রমিকদের যেন বাইরে যেতে না হয় সেই কারণেই মূলত এই ব্যবস্থা। এখান থেকে গিয়ে কাজে যোগ দিবে, কাজ শেষে আবার এখানে ফিরে আসবে।’

বিজ্ঞাপন

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পর গত ১৮ এপ্রিল থেকে শ্রমিকবান্ধব এ কর্মসূচি হাতে নেয় কর্তৃপক্ষ।

আবাসিক থেকে অফিস করা শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘আমাদের আজমত রহমান স্যার আমাদেরকে সুরক্ষা দিতে ফ্রি আবাসিক ব্যবস্থা করেছেন। আমরা এখানে থেকে একদিকে যেমন ভালো আছি, অন্যদিকে বাসা ভাড়ার বিষয়েও কোন চিন্তা করা লাগছে না।’ কারখানার ভেতরে উন্নত পরিবেশে থাকার ব্যবস্থা করায় খুশি এখানকার সব শ্রমিক।

করোনা সুরক্ষা গার্মেন্টস শ্রমিক ফ্রি আবাসিক