Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ থেকে ৯৪ শ্রমিক ফিরলেন ‘করোনামুক্ত’ রাঙ্গামাটিতে


৫ মে ২০২০ ০৯:৪৭

রাঙ্গামাটি: করোনার সংক্রমণ আতঙ্কের মধ্যেই করোনার ‘রেড জোন’ নারায়ণগঞ্জের বিভিন্ন ইট ভাটায় কর্মরত ৯৪ শ্রমিক রাঙ্গামাটি ফিরেছেন। এতে দেশের একমাত্র করোনামুক্ত জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার স্থানীয়দের মধ্যে আতঙ্কের দেখা দিয়েছে।

গতকাল সোমবার (৪ মে) লংগদুতে নারায়ণগঞ্জফেরত শ্রমিকদের প্রবেশের খবর পেয়ে তাদের পথ আটকে দেয় পুলিশ। পরবর্তীতে সবাইকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ফেরত ৯৪ শ্রমিককে উপজেলার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজনগর সাকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানিয়েছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন ইট ভাটায় কর্মরত শ্রমিকরা কাজ না থাকায় কর্মহীন পয়ে পড়ে রাঙ্গামাটিতে লংগদুর নিজ বাড়িতে ফিরে এসেছেন। তারা পরিবারসহ গত অক্টোবর থেকে নারায়ণগঞ্জের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেছে। তবে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য নারায়ণগঞ্জফেরত শ্রমিকদের প্রতিষ্ঠানিক কোয়ারেনটাইন নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। আগত শ্রমিকরা উপজেলার মাইনীমূখ, কালাপাকুজ্জ্যা ও গুলাশাখালী ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন বলেন, ‘করোনার প্রভাব থেকে লংগদু উপজেলাকে ঝুঁকিমুক্ত রাখতে নারায়ণগঞ্জ ফেরত ৯৪ শ্রমিকদের প্রতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগিতায় তাদের খাবারের ব্যবস্থা করা হবে। আগামী ১৪ দিন তাদের কোয়ারেনটাইন নিশ্চিত করতে পুলিশসহ গ্রাম পুলিশ সদস্যরা কাজ করবেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ইতোমধ্যে ৬৩ জেলায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশের একমাত্র করোনামুক্ত জেলা হিসেবে রয়েছে রাঙ্গামাটি। তবে হঠাৎ রাঙ্গামাটিতে নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকদের আগমনে আতঙ্ক দেখা দিয়েছে পুরো জেলাজুড়ে।

ইট ভাটা ইট ভাটার শ্রমিক করোনামুক্ত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর