Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি


৫ মে ২০২০ ০৪:০৫

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (০৪ মে) রাতে বাচ্চু মিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান।

তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। এর আগে ২ মে ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।’

আব্দুল খান আরো জানান, ‘দেশে করোনা ভাইরাসের মহামারি শুরু হওয়ার পর থেকেই পরিদর্শক বাচ্চু মিয়া সার্বক্ষণিক হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত ছিল। হাসপাতালের কোনো বিষয়ে সংবাদ পেয়ে দ্রুতই সেখানে ছুটে গিয়েছেন। নিজের দায়িত্ব থেকে কখনো পিছপা হননি তিনি।’

পরিদর্শক বাচ্চু মিয়া মুঠোফোনে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘হাসপাতলের আনাচে-কানাচে আমি সব সময় ছুটে গিয়েছি। হয়তবা সে সব জায়গা থেকেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

করোনাভাইরাস করোনায় আক্রান্ত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর