Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রীদের মেস থেকে বের করে দেওয়ায় মালিককে জরিমানা


৪ মে ২০২০ ২৩:০৪

ঠাকুরগাঁও: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে শহরে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা বাড়িতে ফিরতে না পারায় পড়েছেন বিপাকে। অনেক কষ্টে মেসে দিন কাটাতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ভাড়া না পেয়ে এক ছাত্রী নিবাসের ছাত্রীদের মেস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে।

সোমবার (৪ মে) ঠাকুরগাঁও পৌরসভার ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্ত বিপ্লব বর্মণের স্ত্রী মেস মালিক শম্পা বর্মণকে ছাত্রীদের বিনা নোটিশে মেস থেকে বের করে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য মেস মালিকদেরও এ বিষয়ে সতর্ক করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এধরনের ঘটনা খুবই দুঃখজনক।’ এসময় তিনি মেস মালিকদের মানবিকতার সঙ্গে মেস পরিচালনার অনুরোধ জানান।

জরিমানা মেস মেস মালিক