Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ওষুধ ‘রেমডিসিভির’ এ সপ্তাহেই আসছে বাজারে


৪ মে ২০২০ ২২:১৯ | আপডেট: ৫ মে ২০২০ ০৯:৩৪

উৎপাদনের অনুমতি মিলেছিল আগেই। এবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় বাজারে আসতে যাচ্ছে ‘রেমডিসিভির’। জিলিড সায়েন্স জানিয়েছে, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বাজারে আসবে অ্যান্টিভাইরাল এই ওষুধটি।

গত ১ মে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) করোনাভাইরাসের চিকিৎসায় রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয়। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, এর একদিন পর ৩ মে জিলিড সায়েন্সের প্রধান নির্বাহী ডেন ও’ডে জানিয়েছেন, চলতি সপ্তাহেই তারা ওষুধটি বাজারে আনবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- করোনা চিকিৎসায় রেমডেসিভির যুক্তরাষ্ট্রে অনুমোদন

ডেন ও’ডে গণমাধ্যমকে বলেন, শুরুতে আমরা প্রায় ১৫ লাখ ভায়াল রেমডিসিভির উৎপাদন করছি। এগুলো এ সপ্তাহেই বাজারে আসবে। তবে আমরা বিক্রি করব না, প্রথম লটের সব ভায়াল তুলে দেওয়া হবে সরকারের কাছে। সরকার এগুলো বিভিন্ন এলাকায় সরবরাহ করবে। তবে আমরা নিশ্চিত করতে চাই, এই প্রক্রিয়াটি এ সপ্তাহেই ঘটবে।

জিলিড সায়েন্সের এই প্রধান নির্বাহী আরও বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের চিকিৎসায় কোনো ওষুধ ব্যবহার করা যায়নি। রেমডিসিভির প্রথম ওষুধ হিসেবে আশার আলো দেখাচ্ছে। আমরা আশা করছি, সরকার অগ্রাধিকারভিত্তিতে বেশি চাহিদাপূর্ণ এলাকায় ওষুধটি পৌঁছে দেবে।

আরও পড়ুন- প্রথম ট্রায়ালে ‘ব্যর্থ’ করোনার মার্কিন ওষুধ

এর আগে, ১ মে হোয়াইট হাউজের ওভাল অফিসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এফডিএ জিলিড সায়েন্সের তৈরি রেমডেসিভির ওষুধটিকে কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে।

এর একদিন আগে, ২৯ এপ্রিল হোয়াইট হাউজের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে রেমডিসিভির প্রয়োগের ফলে ৩০ শতাংশ রোগী খুব দ্রুত সেরে উঠছেন। রেমডেসিভির প্রয়োগে রোগীর সুস্থ হওয়ার সময় ১৫ দিন থেকে ১১ দিনে নেমে এসেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি এস ফাউসি এ ওষুধটির ব্যাপারে ওই সময় বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া তথ্য দেখা পরিষ্কার বোঝা যাচ্ছে, করোনা থেকে দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে রেমডেসিভির কার্যকর।

গত বছরের ডিসেম্বর থেকে সংক্রমণ শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কার্যকর বলে প্রমাণিত হয়নি। তবে জাপানের অ্যাভিগানসহ কিছু ওষুধ কোভিড-১৯ রোগের চিকিৎসায় কার্যকর বলে নানা সময়ে জানা গেছে। এসব ওষুধ এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। রেমডিসিভির-ই প্রথম ওষুধ হিসেবে ট্রায়াল পেরিয়ে বাজারে আসতে যাচ্ছে।

এ প্রতিবেদন লেখা অবধি নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যাও প্রায় আড়াই লাখ। করোনাভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে, মারা গেছেন প্রায় ৬৯ হাজার মানুষ।

করোনাভাইরাসের ওষুধ জিলিড সায়েন্স রেমডিসিভির

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর