Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরিমানার টাকা দিয়ে দুঃস্থ বন্দিদের মুক্ত করছেন শিক্ষা উপমন্ত্রী


৪ মে ২০২০ ২১:০৬

চট্টগ্রাম ব্যুরো: অর্থদণ্ডের টাকা পরিশোধ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুঃস্থ বন্দিদের মুক্তির ব্যবস্থা করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথম ধাপে তিনজন বন্দি মুক্ত হওয়ার জন্য নওফেলের আর্থিক সহযোগিতা পেয়েছেন। করোনাসংকটে কারাগারের ওপর চাপ কমাতে লঘুদণ্ডে দণ্ডিত এসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

সোমবার (৪ মে) দুপুরে চট্টগ্রাম কারাগারে জীবাণুনাশক চেম্বার উদ্বোধন করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য উপমন্ত্রী নওফেল জরিমানা পরিশোধ করতে না পারায় তিন বন্দির মুক্তির প্রক্রিয়া আটকে থাকার বিষয়টি শোনেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘যাদের অর্থদণ্ডের পরিমাণ কম, এক-দুই হাজার টাকার মতো, তাদের টাকা আমরাই দিচ্ছি। আর যাদের দণ্ডের পরিমাণ বেশি, সেগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তিনজনের দুইজনকে ১০ হাজার করে ২০ হাজার এবং একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তারা খুবই গরীব। টাকা পরিশোধ করতে না পারায় তাদের আমরা মুক্তি দিতে পারছিলাম না। বিষয়টি শুনে উপমন্ত্রী নিজেই তিনজনের জন্য ২৫ হাজার টাকা পরিশোধ করেছেন। ভবিষ্যতে এরকম দুঃস্থ কেউ থাকলে তাদের জন্যও আরও ৭৫ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা তিনি আমাদের দিয়েছেন।’

করোনাসংকটের মধ্যে সম্প্রতি সরকার লঘুদণ্ডে দণ্ডিত ২ হাজার ৮৮৪ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ মওকুফ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩ মে থেকে সারাদেশে বন্দিদের মুক্তি দেওয়ার এই প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বন্দিদের তালিকা যুক্ত করে বলা হয়, তালিকাতে বর্ণিত কয়েদিদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে। বন্দিদের মুক্তির সময় জরিমানার অর্থ আদায়ের বিষয়টি দেখে মুক্তি দিতে বলা হয়েছে। ২ হাজার ৮৮৪ কয়েদিকে তিন ধাপে মুক্তি দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস থেকে ছয় মাস সাজাভোগকারী কয়েদিরা মুক্তির এই সুযোগ পাচ্ছে।’

জেলার রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রথম ধাপে ছয়জন এবং দ্বিতীয় ধাপে আটজনের মুক্তির আদেশ পাই। দ্বিতীয় ধাপের সবাই মুক্ত হলেও প্রথম ধাপের তিনজন জরিমানার টাকা শোধ করতে না পারায় আটকে গিয়েছিল। তৃতীয় ধাপে আরও ২৫ জনের মতো মুক্তি দেওয়ার আদেশ হয়েছে বলে শুনেছি। তাদের মধ্যে দুঃস্থ কেউ থাকলে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর দেওয়া টাকা দিয়ে অর্থদণ্ডের টাকা পরিশোধ করা হবে। ’

এদিকে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধক জীবাণুনাশক চেম্বার স্থাপন করা হয়েছে। বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এই চেম্বার স্থাপনে সহযোগিতা করেন। চেম্বার উদ্বোধনের পাশাপাশি উপমন্ত্রী নওফেল ফাউন্ডেশন থেকে ১৫টি পিপিই, ৩টি থার্মোমিটার, এক হাজার পিস সার্জিক্যাল মাক্স ও ২টি স্প্রে মেশিন সিনিয়র জেল সুপার জনাব কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপ-মহাপরিদর্শক (কারা) এ কে এম ফজলুল হক, বেসরকারি কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

টপ নিউজ দুঃস্থ বন্দি মহিবুল হাসান চৌধুরী মুক্ত শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর