গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় রূপগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ
৪ মে ২০২০ ২০:৫১ | আপডেট: ৪ মে ২০২০ ২০:৫৩
নারায়ণগঞ্জ: করোনাভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া হতদরিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী ও তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর বি এম আতিকুর রহমান।
সোমবার (৪ মে) বিকেলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) নির্দেশনায় ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর তত্ত্বাবধানে তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাবো এলাকায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।
ওয়ার্ড কাউন্সিলর বি এম আতিকুর রহমান বলেন, ‘দেশে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে গরীব, মধ্যবিত্ত, কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজন সীমাহীন কষ্ট করছে। তাদের কথা চিন্তা করে আমি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এই দুর্যোগ যতদিন থাকবে ততদিন গরীব-দুঃখী মানুষের জন্য আমার খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।’
এসময় তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোলজার হোসেন, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আমিন খান, আওয়ামী লীগ নেতা এনামুল হক রতন ও শফিকুল হক মনিরসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৪ মে) দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়নের ছনি কাচারী মাঠ ও বড় বুরুলিয়া এলাকার ৪২০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী।
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী বলেন, ‘করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় খাদ্যসামগ্রী বিতরণ করছি। রূপগঞ্জ ইউনিয়নের কোনো মানুষই না খেয়ে থাকবে না ইনশাল্লাহ।’
তিন হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী
এসময় রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।