Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মস্থলে অনুপস্থিতরা পাবে বেতনের ৬৫ শতাংশ, উপস্থিতরা শতভাগ


৪ মে ২০২০ ১৯:৪২ | আপডেট: ৪ মে ২০২০ ২১:৩৪

ঢাকা: করোনাভাইরাসের কারণে কর্মস্থলে অনুপস্থিত পোশাক শ্রমিকরা ৬৫ শতাংশ বেতন পাবেন। তবে এপ্রিলে পাবেন ৬০ শতাংশ, বাকি ৫ শতাংশ মে মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। আর কাজে যোগ দেওয়া উপস্থিত শ্রমিকরা বেতন পাবেন শতভাগ। পোশাক কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারী সবার জন্যই এ শর্ত প্রযোজ্য হবে।

সোমবার (৪ মে) রাজধানীর শ্রম ভবনে মালিক, শ্রমিক ও সরকারের ত্রি-পক্ষীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি সারাবাংলাকে এমন তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়, সোমবার প্রায় দিনভর চলেছ এ বৈঠক। সকাল ১১ টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয়েছে বিকাল চারটারও পরে। বৈঠকে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আলী আজম, বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপনসহ আরও অনেকে।

জানতে চাইলে বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী সারাবাংলাকে বলেন, ‘সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিতি শ্রমিকরা ৬০ শতাংশ বেতন পাবেন। তবে শ্রমিক নেতাদের দাবিতে আমরা আরও ৫ শতাংশ বেতন দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। সেই ৫ শতাংশ বেতন পরবর্তী মাসের সঙ্গে সমন্বয় করা হবে। কারণ এরই মধ্যে স্যালারি শিট তৈরি হয়ে গেছে।’

তিনি বলেন, ‘কর্মস্থলে উপস্থিতি শ্রমিকরা শতভাগ বেতন পাবেন। শ্রমিক বা স্টাফ সবাই একই বেতন পাবেন। শ্রমিক তো শ্রমিক, সে কর্মচারী হোক কিংবা লেবার।’

বিজ্ঞাপন

জানতে চাইলে শ্রমিক নেতা সালাউদ্দিন স্বপন সারাবাংলাকে বলেন, ‘অনুপস্থিতি শ্রমিকদের ৬৫ শতাংশ বেতন দেওয়ার ব্যাপারে মালিকরা সম্মত হয়েছেন। আর উপস্থিতি শ্রমিকরা শতভাগ বেতন পাবেন।’

অনুপস্থিতরা ৬৫ শতাংশ উপস্থিতরা শতভাগ পোশাক কারখানা শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর