ইয়াবাসহ আটক চবি কর্মচারীসহ ৩ জন
৪ মে ২০২০ ১৭:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪৪ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ।
সোমবার (৪ মে) দুপুর পৌঁনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের পিছন থেকে আটক করা হয়েছে। এই তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রহিম।
আটককৃতরা হলেন, হাসান,নাছির ও মহিউদ্দিন।
জানা যায়, হাসান বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের একজন কর্মচারী। মহিউদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের একজন কর্মচারী। নাছির একজন দোকানদার। তারা করোনায় বন্ধ ক্যাম্পাসে গত এক মাস ধরে দাপটের সঙ্গে ইয়াবা ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।
আব্দুর রহিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি। এসময় ৪৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা করে থানায় পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, আমরা ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। আমাদের অভিযান এখনো চলমান। তাদেরকে আটক করেছি এটাই বড় পাওয়া। ভবিষ্যতে যেন কেউ সাহস না পায়।