‘দুর্যোগ-অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেছি, করোনাও কাটিয়ে উঠব’
৪ মে ২০২০ ১৪:৩২ | আপডেট: ৪ মে ২০২০ ১৬:৫৫
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই মিলে যদি কাজ করি, আমাদের যে অগ্রযাত্রা সেটা আমরা অব্যাহত রাখতে পারব। কাজেই সবাই মনে জোর রেখে কাজ করবেন। তিনি বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করি। মনুষ্যসৃষ্ট অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানাধরনের দুর্যোগও আমরা মোকাবিলা করেছি। করোনা ভাইরাসের এই দুর্যোগও ইনশাল্লাহ আমরা মোকাবিলা করে কাটিয়ে উঠতে সক্ষম হবো।
সোমবার (৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে করোনাভাইরাস মোকাবেলার কার্যক্রম সমন্বয় তদারকির অংশ হিসাবে প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যে এসব কথা বলেন। এর আগে কয়েক দফায় দেশের বাকি বিভাগের জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
করোনা সংকটের মধ্যে রংপুরে যেন আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেহেতু এটা মঙ্গা পীড়িত এলাকা ছিল। এখানে যারা একটু স্বচ্ছল পরিবার আছে বা আমাদের জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী সবাইকে অনুরোধ করব, এ এলাকায় যেন আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘রংপুর অঞ্চলে যদি দুঃস্থ লোক থাকে, তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। আর নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অনেকেরই হয়তো কিছু অসুবিধা থাকতে পারে, যারা হাত পাততে পারে না, তাদের সহযোগিতার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এইটুকু বলব, দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আামদের একটাই লক্ষ্য, জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল- বাংলাদেশটাকে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এরই মধ্যে আমরা দারিদ্র্যমুক্ত করেছিলাম প্রায়। সুস্থ পরিবেশ থাকলে আমরা এই হার ২০২১ সালের মধ্যে আরও কমাতে পারতাম। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে হয়তো সেটা স্থবির হয়ে গেছে।
তিনি বলেন, ‘তবে আমি আশাবাদী এবং আমি সবাইকে বলব, সবাই মিলে আমরা যদি কাজ করি, আমাদের যে অগ্রযাত্রা সেটা আমরা অব্যাহত রাখতে পারব। কাজেই সেদিকে আপনারা সবাই মনে জোর রেখে কাজ করবেন। সমস্যা আসবে, সমস্যা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’
গণভবন প্রান্তে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস। এছাড়াও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।