Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন


৩ মার্চ ২০১৮ ১৩:২৫ | আপডেট: ৩ মার্চ ২০১৮ ১৫:১২

স্টাফ করেসপনডেন্ট

ঢাকাঃ বারেক কায়সারকে সভাপতি করে প্রথমবারের মতো রাশিয়ায় বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। স্বরুপ দেবকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির নবনির্বাচিত সভাপতি বারেক কায়সার সারাবাংলাকে বলেন,  রাশিয়ায় বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে চায়। মুক্তিযুদ্ধের ইতিহাস ও  বাংলার ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাবো।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ডাঃ সৌরভ এলাহী, সহ-সভাপতি আনিতা বিশ্বাস, আকিকুল ইসলাম ও মো. রহমাতুল্লাহ।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মাহমুদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডওয়ার্ড আর্থার, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহন তালুকদার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।

আগামী এক বছরের জন্যে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

সভাপতি বারেক কায়সার ও সাধারণ সম্পাদক স্বরুপ দেব জানান, সংগঠনের সদস্যরা পারস্পারিক একতা বজায় রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৎ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সাংবাদিকতা চর্চা করবেন তারা। তাদের লক্ষ্য থাকবে সাংবাদিকরা যাতে ইতিবাচক সংবাদ পরিবেশন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। এছাড়া  রাশিয়ার সাথে বাংলাদেশের  সম্পর্ক  অটুট রাখতেও তারা কাজ করে যাবেন।

সারাবাংলা/এসও/আইএ

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর