সিলেটের ৩ জেলায় আরও ৯ করোনা রোগী শনাক্ত
৩ মে ২০২০ ২৩:৫৬ | আপডেট: ১৭ মে ২০২০ ২০:৫৯
সিলেট: সিলেট বিভাগের তিন জেলায় রোববার (৩ মে) আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রাত ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর এই রোগী শনাক্ত করা হয়। আক্রান্তদের সবাই সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ এরা করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- সিলেটে ল্যাবে যে ৯ জন আক্রান্ত হয়েছেন তারা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। নমুনা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে এ পরীক্ষা করা হয়। এর আগে শনিবার ওই ল্যাবে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।