আবেদনকারীদের সর্বোচ্চ ৭৫ হাজার টাকা করে ঋণ দেবে সুপ্রিমকোর্ট বার
৩ মে ২০২০ ২২:০৩ | আপডেট: ৩ মে ২০২০ ২৩:৩৫
ঢাকা: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে ঋণের জন্য আবেদনকারী সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
রোববার (৩ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি জানান, ২০০০ সাল বা তার আগে সমিতিতে তালিকাভুক্ত সদস্যগণের মধ্যে এককালীন ৭৫ হাজার টাকা, ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫০ হাজার টাকা, ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪০ হাজার টাকা এবং ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তালিকাভুক্ত সদস্যদের এককালীন ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
ঋণগ্রহণকারী সদস্যরা ৫ কিস্তিতে (২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত) ঋণ শোধ করবেন। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে মোট ঋণের উপর ৯ শতাংশ হারে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। আর ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ করা না হলে তার সদস্যপদ স্থগিত করা হবে বলে জানান সমিতির সম্পাদক।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেওয়ার জন্য ১৫ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ আবেদনের সমসয়সীমা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। প্রায় ১০ হাজার সদস্যের মধ্যে ২ হাজার ৮০০ এর মতো সদস্য এ ঋণের জন্য আবেদন করেছেন।
করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে দেশের সব আদালত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আইনজীবীদের আয় রোজগারও। এ অব্স্থায় সমিতি তার সদস্যদের জন্য ঋণ দেওয়ার ঘোষণা দেয়।